তবে একসাথে ১০ জনের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না এবং মাস্ক পড়ে গণভবনে প্রবেশের বাধ্যবাধকতা জারি করা হয়েছে
করোনাভাইরাস সংক্রমণের কারণে ১৯ মার্চ বন্ধ ঘোষণার দীর্ঘ ৮ মাস পর আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নাটোরের উত্তরা গণভবন। এর ফলে এখন থেকে দর্শনার্থীরা আবারো টিকেট কিনে উত্তরা গণভবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তবে একসাথে ১০ জনের বেশি দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না এবং বাধ্যতামূলক মাস্ক পড়ে গণভবনে প্রবেশের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক শাহ রিয়াজ গণভবনের প্রধান ফটকের তালা খোলার মাধ্যমে এই ঘোষণা দেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শরীফ শাওন বলেন, “মন্ত্রীপরিষদ বিভাগের অনুমতি পাওয়ার পর গণভবন আবারও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হল।”
মতামত দিন