তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমাম ছিলেন
ব্রাহ্মণবাড়িয়ায় নামাজ আদায়রত অবস্থায় একজন ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পৌর এলাকার কুমারশীল মোড় সংলগ্ন মদিনা মসজিদের ইমাম হাফেজ সুলায়মান (৫৮) ফজরের নাম পড়ানো অবস্থায় মারা যান।
হাফেজ সুলায়মান জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুড়িগ্রামের মরহুম হাজী কফিল উদ্দিন মন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমাম ছিলেন।
মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান বলেন, সোমবার ভোরে ফজর নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান তিনি। পরে মুসুল্লীদের সঙ্গে জামাতে নামাজ আদায় করা অবস্থায় তিনি মারা যান।
নামাজ শেষে মুসুল্লিরা তাকে মসজিদ সংলগ্ন “আল-খিদমা ক্লিনিক” নামের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতামত দিন