স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম পড়বে ১.৬২ থেকে ২ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১৩৮ থেকে ১৭০ টাকা
করোনাভাইরাস মোকাবিলায় ২০২১ সালের মধ্যেই টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট-গাভি’র কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন নেবে বাংলাদেশ।
গত ২ জুলাই নিয়ে গাভি’র কাছে এ নিয়ে একটি আনুষ্ঠানিক এক্সপ্রেশন অব ইন্টারেস্টও (ইওআই) পাঠানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এসব তথ্য প্রকাশ করেন।
তারা জানান, ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম পড়বে ১.৬২ থেকে ২ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১৩৮ থেকে ১৭০ টাকা। গাভি’র কাছ থেকে নেওয়া ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন থেকে এক এক জনকে দুই ডোজ করে দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন অধিদপ্তরের প্রধান অধ্যাপক এবিএম খুরশিদ আলম।
এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারকারী প্রায় সব দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বাংলাদেশ। ভ্যাকসিন উৎপাদনের আগে পরীক্ষার শেষ ধাপে রয়েছে নয়টি প্রতিষ্ঠান। এর মধ্যে ছয়টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছে বাংলাদেশ।
মতামত দিন