গাইবান্ধা থেকে অপহরণ করে টাঙ্গাইলে নিয়ে ১৪ দিন ধরে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি
গাইবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মারুফুল ইসলাম ওরফে মারুফ (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুরাদ এ মওলা সোহেল এই রায় প্রদান করেন। এসময় তাকে আরও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেন তিনি।
দণ্ডপ্রাপ্ত আসামি মারুফুল হক ওরফে মারুফ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মহিবুল হক সরকার মোহন জানান, ২০১২ সালের ২৭ ডিসেম্বর দুপুরে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার সময় অপহরণ করে মারুফুল হক। পরে টাঙ্গাইলের একটি বাড়িতে নিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে সে। এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
পরে গোপন সূত্রে খবর পেয়ে সদর থানা পুলিশ ২০১৩ সালের ১০ জানুয়ারি টাঙ্গাইলে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মারুফুল হককে গ্রেফতার করে।
মতামত দিন