বর্তমানে নিজ বাসায় সেলফ আইসোলেশনে রয়েছেন ৬৬ বছর বয়সী সাবেক এ তারকা ফুটবলার
বাংলাদেশ ফুটবল ফাউন্ডেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাফুফে’র পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাফুফে প্রেসিডেন্টের খুব সামান্য কিছু উপসর্গ দেখা যাওয়ায় তিনি নমুনা পরীক্ষা করতে দেন। করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগামী কিছুদিনের জন্য তিনি তার বাসায় সেলফ-আইসোলেশনে থাকবেন।
সম্প্রতি অসুস্থতাজনিত কারণে কাতার সফরে অংশ নিতে পারেননি বলেও সাংবাদিকদের কাছে স্বীকার করেন ৬৬বছর বয়সী সাবেক এ তারকা ফুটবলার।
মতামত দিন