‘সরু সড়কের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পানির গাড়িগুলো প্রবেশ করানো সম্ভব হয়নি’
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৪টি টিনশেডের ঘর পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মুসলিমনগর নয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
বস্তির বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মুসলিমনগর নয়াবাড়ি এলাকার ওই বস্তিটি গিয়াসউদ্দীন নামে এক ব্যক্তি মালিকানাধীন। প্রায় ৪০টি টিনশেডের ঘর নিয়ে বস্তিটিতে শতাধিক মানুষের বসবাস ছিল যাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি ঘরের বৈদ্যুতিক বোর্ডে থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তের মধ্যে আশেপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়লে ৩৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মী জয়নাল আবেদীন জানান, একটি ঘরের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক বোর্ড থেকেই আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, “সরু সড়কের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পানির গাড়িগুলো প্রবেশ করানো সম্ভব হয়নি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।”
মতামত দিন