এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক প্রবাসী বাংলাদেশি
সৌদি আরবের তায়েফ প্রদেশে সড়ক দুর্ঘটনায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরব স্থানীয় সময় সকাল ৭টায় তায়েফ প্রদেশের তুরাবায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের সিরাজ উদ্দিন (৪০)।
কানাইঘাট সাঁতবাক ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান নিহতদের স্বজনদের বরাত দিয়ে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)। তাকে তায়েফ তুরাবার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন