শনিবার রাতে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে র্যাব
গাজীপুরে শ্যালিকাকে প্রাণ নাশের ভয় দেখিয়ে ৩ মাস যাবত ধর্ষণের অভিযোগে দুলাভাই আলী আকবরকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানায় একটি মামলা দায়ের করেন। এরআগে শনিবার রাত সাড়ে ১০ টায় গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কামন্ডার আব্দুল্লাহ-আল মামুন জানান, আলী আকবর প্রায় ৩ মাস আগে ভুক্তভোগী ওই নারীকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে তাকে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে নিয়ে আসে। গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকার জয়নাল ড্রাইভারের বাড়িতে শ্যালিকাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নেয় আকবর।
এরপর থেকে সে ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেয়। এতে ভুক্তভোগী রাজি না হওয়ায় তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করছিল। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে আইনগত সহায়তা কামনা করে। তার অভিযোগের ভিত্তিতে আলী আকবরকে গ্রেফতার করে র্যাব।
তিনি আরও জানান, গ্রেফতারের পর অভিযুক্ত আলী আকবর ঘটনার সত্যতা স্বীকার করেছে।
মতামত দিন