গুলশান আরা কিডনি সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।
রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।
সোমবার (৩০ নভেম্বর) হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দীন মাহমুদ বেলাল ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলশান আরা কিডনি সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। ২০১৮ সাল থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত তিনি সিঙ্গাপুরের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
মতামত দিন