নিলয় বিলের পুকুরে মাছ ধরতে নামে
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত গলায় কৈ মাছ আটকে মো. নিলয় (৯) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার ( ৩০ নভেম্বর) উপজেলার ছোট বিনাইরচর পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নিলয় উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং বৈলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সহপাঠীদের সঙ্গে নিলয় নানা বাড়ি ছোট বিনাইরচর এলাকায় বিলের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় দু’টি কৈ মাছ পায়। তার মধ্যে একটি হাতে, অন্যটি মুখে নেয়। এ সময় মুখের কৈ মাছটি গলায় ঢুকে আটকে যায়।
পরে সহপাঠীদের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফ ভূঁইয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই নিলয়ের মৃত্যু হয়।
মতামত দিন