এক আইনজীবীকে তার মামলা স্থগিতের খবর জানানোর পর, সেবিষয়ে আইনজীবীকে সহযোগিতার বিনিময়ে টাকা দাবি করে মহাসীন
একজন আইনজীবীর কাছে ঘুষ দাবি করার সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে অ্যাটর্নি জেনারেল অফিসের অফিস সহায়ক মহাসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেল অফিসের এক লিখিত আদেশে ওই কর্মচারীর শাস্তির বিষয়টি জানানো হয়।
অভিযোগের বরাত দিয়ে ডেপুটি অ্যার্টনি জেনারেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, ওই কর্মচারী এক আইনজীবীকে তার মামলার স্থগিতের খবর জানায়। পরে ওই মামলার বিষয়ে আইনজীবীকে সহযোগিতার বিনিময়ে টাকা দাবি করে মহাসীন।
এসব কথা-র্বাতার মোবাইল কল রেকর্ড অ্যার্টনি জেনারেলের কাছে পাঠিয়ে ওই আইনজীবী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেছিলেন। সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ করায় অ্যাটর্নি জেনারেল তাকে সাময়িক বরখাস্ত করেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।
মতামত দিন