ধর্ষণের খবর কাউকে জানালে ওই নারীকে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছিলো অভিযুক্ত যুবক
গাজীপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জেলার রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) এলাকা থেকে আবু হানিফ নামে এক যুবককে (২৮) গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।
বুধবার রাত ৭টার দিকে গাজীপুর সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত হানিফ গাজীপুর মেট্রাপলিটন (জিএমপি’র) বাসন থানার ইটাহাটা গ্রামের বাসিন্দা। সে পেশায় গ্যারেজ মেকানিক।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত সাত মাস আগে গাজীপুর মেট্রোপলিটন সদর এলাকার এক নারীকে (২৩) সিভিল এভিয়েশনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলে আবু হানিফ। এর জের ধরে ভুক্তভোগী ওই নারীকে প্রায়ই ধর্ষণ করছিল ওই ব্যক্তি। ধর্ষণের খবর কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়ও অভিযুক্ত ব্যক্তি।
এ বিষয়ে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কার্যালয়ে অভিযোগ করেন ওই নারী। গ্রেফতার হানিফ র্যাবের কাছে ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। অভিযুক্তকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন