জুমআর নামাজের পর মুসল্লিরা মসজিদের সামনের রাস্তা অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় ও মিছিলে লাঠিচার্জ করে
ভাস্কর্য নির্মাণের প্রতিবাদে রাজধানীর পল্টন এলাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে পুলিশ ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) জুমআর নামাজের পর মুসল্লিরা মসজিদের সামনের রাস্তা অবরোধ করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় ও মিছিলে লাঠিচার্জ করে।
প্রথমে মিছিলে বাধা দেয় পুলিশ। মাহমুদ হাসান অপু/ঢাকা ট্রিবিউন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার এনামুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, “পুলিশের অনুমতি না নিয়ে বিক্ষোভকারীরা মিছিল বের করার চেষ্টা করেছিল।”
একপর্যায়ে মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। মাহমুদ হাসান অপু/ঢাকা ট্রিবিউন
“সুতরাং, আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছি,” যোগ করেন তিনি।
পুলিশের লাঠিচার্জে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। মাহমুদ হাসান অপু/ঢাকা ট্রিবিউন
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মিছিল থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মতামত দিন