‘এরা ভদ্রবেশি চোর। তাই প্রাইভেটকার নিয়ে চুরি করে’
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে করে গরু চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েছেন ফারুক মিয়া (৪০) নামে চোর চক্রের এক সদস্য। শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় ঘটনা ঘটে।
আটক ফারুক মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুট্টুাপাড়া এলাকার বাসিন্দা শফিকুর রহমান বলেন, চুরির অনেক ধরন দেখেছি। তবে প্রাইভেটকারে গরুচুরি এই প্রথম দেখলাম।
একই এলাকারর অপর বাসিন্দা আব্দুল আওয়াল বলেন, এরা ভদ্রবেশি চোর। তাই প্রাইভেটকার নিয়ে চুরি করে। গরুটি প্রাইভেট কারের কালো গ্লাসের ভেতর থেকে আওয়াজ না করলে এলাকার লোকজন বুঝতে পারত না।
আরও পড়ুন - এবার খাবারের টোকেন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভিক্ষুকের সংঘর্ষ
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরীর পাশের একটি ইট ভাটা এলাকা থেকে চোর চক্রের চার সদস্য গরুটিকে চুরি করে অভিনব কায়দায় প্রাইভেটকারের ভেতরে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার সড়ক অতিক্রম করার পর ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গরুটি ডাকতে শুরু করে। বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে। এতে স্থানীয়দের সন্দেহ হলে কুট্টাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে থানা পুলিশকে খবর দেন তারা। পরে হাইওয়ে পুলিশ গিয়ে প্রাইভেটকারসহ গরুটি আটক করে।
আরও পড়ুন - নিউইয়র্ক: পাশ্চাত্যের ব্রাহ্মণবাড়িয়া!
এদিকে পুলিশ আসার আগেই ফারুক মিয়া ব্যাতীত চোর চক্রের অপর ৩ সদস্য কৌশলে পালিয়ে যায়।
পরে আটক ফারুক মিয়া জানান, তারা গরুটি চুরি করে মৌলভীবাজার জেলায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তাদের দলে আরও ৩ সদস্য ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।
খাঁটিহতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “আটক ফারুক মিয়া ও গরুসহ প্রাইভেটকারটি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”
আরও পড়ুন - ব্রাহ্মণবাড়িয়ায় কাটা পা নিয়ে আনন্দ মিছিল, আটক ৪২
আরও পড়ুন - তুচ্ছ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, নিহত ১
আরও পড়ুন - কোয়ারেন্টিনে শীতাতপ রুম-তিন বেলা বিরিয়ানি চান ব্রাহ্মণবাড়িয়ার লন্ডন প্রবাসী!
আরও পড়ুন - ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে পালিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগী!
মতামত দিন