‘হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে’
কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়ির পাহাড়ে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে শুক্রবার (৪ ডিসেম্বর) এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।
নিহত শিশু পর্যটক আলিফ (১২) ঢাকার গাজীপুরের মো. শহিদুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার সময় নিহত আলিফের সঙ্গে থাকা চাচাতো ভাই মোহাম্মদ জিয়া জানান, ৫ দিন আগে তারা ২৪ জন একসাথে কক্সবাজার বেড়াতে যান। শুক্রবার ঢাকা ফেরার আগে হিমছড়ি পাহাড়ে ওঠার পথে দুপুর ৩টার দিকে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় আলিফ। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহিন আবদুর রহমান বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র বলেন, “মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
মতামত দিন