নিহতদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায়
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রেল লাইনে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তোলার সময় শুক্রবার (৪ ডিসেম্বর) ট্রেনে কাটা পড়ে ভাই-বোন নিহত হয়েছে।
তারা হলো- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকার নুরুল মোস্তফার দুই সন্তান আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪)।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক কামরুল হাসান বলেন, ওয়াহেদপুর এলাকায় দুজনের ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এলাকাবাসীরা জানায়, নিহতদের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানা এলাকায়, তবে তারা দীর্ঘ ১৫ বছর ধরে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে পরিবার নিয়ে বসবাস করে আসছে।
জানা গেছে, স্থানীয় প্যারাগন ফিড লিমিটেড নামের একটি কারখানায় চাকরির সুবাদে তাদের বাবা মোস্তফা স্ত্রী-সন্তানদের নিয়ে ওয়াহেদপুরে বসবাস করেন। স্থানীয় ভাওয়াছড়া লেক থেকে ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মতামত দিন