এ পদ্ধতিতে মাত্র ৩০ মিনিটেই শনাক্ত করা যাবে করোনাভাইরাস
সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্রুততম সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তে সিলেটসহ দেশের দশ জেলায় শুরু হয়েছে “অ্যান্টিজেন টেস্ট”।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সিলেট, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, পটুয়াখালী ও জয়পুরহাটসহ দেশের মোট ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটসহ দেশের দশ জেলা টেস্ট শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য জেলাগুলোতেও এই পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এ পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে। যাদের মধ্যে তিনদিন বা এর বেশি সময় ধরে করোনাভাইরাসের উপসর্গ আছে, শুধুমাত্র তাদের নমুনা সংগ্রহ করে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। তবে কোনো উপসর্গ নেই, তাদের নমুনা আরটি-পিসিআর ল্যাবেই পরীক্ষা করা হবে।
এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, “শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ (শনিবার)অ্যান্টিজেন টেস্ট। এর মাধ্যমে আধঘন্টার মধ্যে আমরা কেউ আক্রান্ত কী-না, তা জানতে পারবো। যাদের শরীরে তিনদিন ধরে করোনাভাইরাসের উপসর্গ (জ্বর, সর্দি, কাশি ইত্যাদি) আছে, তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে।”
মতামত দিন