একই সময়ে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২,৪৫৭ জন
করোনাভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৮০৭ জনে। অন্যদিকে, নতুন করে এ ভাইরাস আরও ১,৮৮৮ জনের শরীরে শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৭৫,৮৮৯ জনে।
শনিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই সময়ে ২,৪৫৭ জন রোগী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩,৯৩,৪০৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২.৬৭%।
গত ২৪ ঘণ্টায় ১১৮ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৩,১৯৯টি। আর আগের নমুনাসহ পরীক্ষা করা হয় ১৩,৫৪০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৮,৪৯,৯৫১টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৯৪%। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭০% এবং মৃত্যুর হার ১.৪৩%।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং নারী ১২ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
মতামত দিন