গ্রেফতার লাবণ্য কুমার গাইবান্ধা শহরের ব্রিজরোড কালিবাড়িপাড়া এলাকার রবীন্দ্র মোহন্তের ছেলে
গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালিবাড়িপাড়া এলাকায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে লাবণ্য কুমার মোহন্ত (৩৩) নামের এক স্কুলের দপ্তরি কাম নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ব্রিজ রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার লাবণ্য কুমার গাইবান্ধা শহরের ব্রিজরোড কালিবাড়িপাড়া এলাকার রবীন্দ্র মোহন্তের ছেলে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, গত সোমবার বিকেলে পরীক্ষার প্রশ্ন দেওয়ার নাম করে ওই ছাত্রীকে স্কুলে ডাকে নৈশ প্রহরী লাবণ্য মহন্ত। সেই ডাকে সাড়া দিয়ে প্রশ্ন আনার জন্য সে বাড়ির পাশে বিদ্যালয়ে যায়। তখন লাবণ্য স্কুলের একটি কক্ষে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে নৈশ প্রহরী পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়।
তিনি আরও জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার রাতে বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।
মতামত দিন