নিহত হামিদুল শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন
গোপালগঞ্জে ইউপি সদস্য হামিদুল শরীফকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত হামিদুল শরীফ ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার ও গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকে গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) হযরত আলী জানিয়েছেন, হামিদুল তার ব্যবসা প্রতিষ্ঠান (মুরগির দোকান) বন্ধ করে শনিবার সন্ধ্যায় একটি ভ্যানে করে গ্রামের রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় তার ভ্যানটি গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে একটি মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা তার ভ্যানের গতি রোধ করে। পরে তার চোখের ওপর টর্চলাইট জ্বালিয়ে গুলি করে পালিয়ে যায়।
স্থানীরা সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুক ও পাজরে ৪টি গুলি লেগেছে। পুলিশ এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ভ্যান চালক সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে হামিদুল শরীফকে কে বা কারা গুলি করেছে এবিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছে, গোপালগঞ্জে এধরনের ঘটনা সহসা ঘটে না। তাই ঘটনার পর তারা আতঙ্কিত হয়ে পড়েছে।
মতামত দিন