মধ্যরাতে ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটানোয় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে
মধ্যরাতে দফায় দফায় বোমা বিস্ফোরণে ফলে সাতক্ষীরার আশাশুনির দুই গ্রামের মানুষ আতঙ্কিত।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনিতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বোমা বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অন্তত ১০-১২টি বোমার বিস্ফোরণ, কয়েকটি দোকান ও একটি বাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রমজান আলী ও আব্দুর রউফ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে চেউটিয়া গ্রামের জিয়াদ আলী বিশ্বাসের ছেলে আবু রায়হান ইটের ভাটায় কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে কাপসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রউফ গ্রুপের লোকজন তাকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এতে রমজান ও রউফ গ্রুপ রাম দা, লাঠিসোটা ও বোমা নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় আনারুল, কবীর, হোসেনসহ কয়েকজনের দোকান ও কামরুলের বাড়ি। মধ্যরাতে ১০-১২টি বোমা বিস্ফোরণ ঘটানোয় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। রাতেই মারাত্মক আহত আবু রায়হানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ইতোমধ্যে সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদেরও অভিযোগ দিতে বলা হয়েছে।”
মতামত দিন