বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে
সাতক্ষীরায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে হাত হারিয়েছেন ইউনুস আলী ছোটন নামের এক কলেজছাত্র।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান জানান, ভাইয়ের সাথে নিজেদের জমিতে গোবর সার ফেলতে গিয়ে ইউনুস আলী ছোটন একটি টিনের কৌটা দেখতে পেয়ে তা তুলতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তার বাম হাত উড়ে যায়। কলেজছাত্র ইউনুস আলি ছোটন সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের সম্মান ৩য় বর্ষের ছাত্র। তাকে দ্রুত সাতক্ষীরায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটন তাদের জমিতে গোবর সার ফেলার কাজে ট্রলিতে তার মেঝ ভাই ফিরোজকে সাহায্য করছিলেন। এসময় রাস্তার ধারে ফিরোজ একটি টিনের কৌটা দেখতে পেয়ে সেটি তার ছোট ভাই ছোটনকে দেখার জন্য দেন। ছোটন টিনের কৌটাটি খুলে পলিথিনে মোড়ানা বস্তু দেখে কৌতুহলবশত তাতে হাত দেন। বস্তুটি কী তা বুঝবার চেষ্টা করার আগেই সেটি বিস্ফোরিত হয়। এসময় তার বাম হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় এনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জানবার জন্য তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ছেলেটি আহত হয়েছে জানিয়ে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
মতামত দিন