এর আগে, কওমি মাদ্রাসা ব্যাতীত অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সেই ছুটি শেষ হওয়ার একদিন আগেই নতুন করে আবারও ছুটি বাড়ানোর ঘোষণা এল
করোনাভাইরাস মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “পরিস্থিতি বিবেচনায় চলমান ছুটি আবারও বাড়ানো হয়েছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।”
এর আগে, কওমি মাদ্রাসা ব্যাতীত অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত সেই ছুটি শেষ হওয়ার একদিন আগেই নতুন করে আবারও ছুটি বাড়ানোর ঘোষণা এল।
মতামত দিন