ভুক্তভোগীর মা বাদী হয়ে ৮ জনকে অভিযুক্ত করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারীকে (২২) গণধর্ষণের অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৮ জনকে অভিযুক্ত করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করে। এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর (নরাইদ্দারটেক) এলাকার কড়ই গাছের নিচে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল, মাহফুজুল হক (২০), মাহবুবুল হোসেন শাকিব (২২), রোমন বেপারী (২০), মাসুম শেখ (২১), রাকিব হোসেন (২০), জোবায়ের (২১), মোস্তারীন সর্দার (২১)। প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চর খামের গ্রামের সাখাওয়াত হোসেন এখনও পলাতক রয়েছে। আটককৃত সকলেই কাপাসিয়ার তরগাঁও এলাকার বাসিন্দা।
কাপাসিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আটককৃতদের সত্যতা নিশ্চিত করে জানান, কাপাসিয়ার সাখাওয়াত হোসেনের সঙ্গে ভুক্তভোগী ওই নারীর মোবাইলে নিয়মিত কথাবার্তা হতো। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীকে একটি মোবাইল ফোন দেওয়ার কথা বলে বাড়ির বাইরে যেতে বলে সাখাওয়াত। পরে সে বাড়ির পাশে গেলে অভিযুক্তরা ধর্ষণ করে ওই নারীকে। এক সন্তানের মা ভুক্তভোগী ওই নারীর শ্বশুরবাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলায়। সেদিনই তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ওই নারী।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ফারজানা ইয়াসমিন জানান, গৃহবধূ গণধর্ষণের অভিযোগটি সঠিক। অভিযুক্তদের আটক করতে তারা সক্ষম হয়েছেন। ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
মতামত দিন