দুইবছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুইবছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. খুরশীদকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুইবছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
এরআগে, চলতি বছরের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ডা. খুরশীদ আলম।
করোনাভাইরাস মহামারি সামাল দিতে গিয়ে স্বাস্থ্যখাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মাঝে ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করার দুই দিন পর নিয়োগ পেয়েছিলেন ডা. খুরশীদ আলম।
মতামত দিন