গত ৯ ডিসেম্বর গভীর সমুদ্রে মাছ ধরতে যান ওই ১৮ জন জেলে। তারপর থেকেই জেলেরা নিখোঁজ রয়েছেন
পটুয়াখালীর মহিপুর থেকে একটি মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরে যাওয়া ১৮ জন জেলে গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ৯ ডিসেম্বর সন্ধ্যায়, “এফবি আল-হাসান” নামের একটি মাছ ধরা ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে যান ওই ১৮ জন জেলে। তার পর থেকে জেলেরা ট্রলার মালিক বা তাদের আত্মীয়দের সাথে কোনও যোগাযোগ করেনি।
কুয়াকাটা আলিপুর ফিশ পাইকার সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, “নিখোঁজ জেলেদের অনুসন্ধানে আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছি।”
বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বঙ্গোপসাগর গিয়ে ১৮ জন জেলে নিখোঁজ হয়েছেন এই মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি বলেন, “রুটিন তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নজরুল ইসলাম নামে নিখোঁজ এক জেলের ছেলে মো. নাসির বলেন, ট্রলারের ইঞ্জিনটি সমুদ্রের মাঝখানে গিয়ে নষ্ট হয়ে গেছে কিনা, অথবা সেটি প্রতিবেশী দেশের জলসীমায় ঢুকে পড়েছে কিনা বা জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সেটি তারা নিশ্চিত নন।
মতামত দিন