সকালে সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি ব্যাটারি কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রবিবার (৩ জানুয়ারি) সকালে সাড়ে ১০টার দিকে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকার কনকা নামক একটি ব্যাটারি কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ও মেঘনা ইকোনমিক জোনের ২ টি ইউনিটের সহায়তায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। এ ঘটনায় হতাহত হয়েছে কিনা এ বিষয়ে এখনও কিছু বলতে পারছেনা ফায়ার সার্ভিস।
কারখানাটির শ্রমিক সূত্রে জানা যায়, সকালে সাড়ে ১০টার দিকেকাজে যোগদানের জন্য কারখানায় প্রবেশ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইতোমধ্যেই ঘটনাস্থলে পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
মতামত দিন