খাওয়ার সময় মাংস কম দেওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়
বরিশালে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে বরের চাচা নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ইউনিয়নের রফিয়াদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজহার মীর (৬৫)। সম্পর্কে তিনি বর সজিব মীরের চাচা।
স্থানীয়রা জানান, দুই দিন আগে দক্ষিণ রফিয়াদি গ্রামের মোতাহার মীরের ছেলে সজীব মীরের সাথে বরিশাল নগরীর কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকার আবুল কালামের মেয়ে রুনা বেগমের বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে বরের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে যোগ দিতে কনে পক্ষের প্রায় অর্ধশত আত্মীয়-স্বজন বরের বাড়িতে যান। তবে খাবার সময় মাংস কম দেওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয়।
বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, “সংঘর্ষের এক পর্যায়ে লাঠির আঘাতে বরের চাচা আজহার মীর ঘটনাস্থলেই নিহত হন।”
তিনি বলেন, “এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কনে পক্ষের ১২ জনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন