গ্যাস পাইপ লিকেট থেকে রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাসের পাইপের লিকেজ থেকে রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনার ৫ দিন পর রেস্টুরেন্ট ম্যানেজার ফরিদ আলীর (৪৪) মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ম্যানেজার ফরিদ আলীর (৪৪) বাড়ি স্থানীয় ছোট বিনাইরচর এলাকায়।
এর আগে গত ১ জানুয়ারি আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত দুবাই প্লাজার পাঁচ তলায় রয়েল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ম্যানেজার ফরিদ আলীসহ ৪ জন।
মৃতের ভাই রাজু মিয়া জানান, আগুনে ফরিদের শরীরের প্রায় ৫০% পুড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে বুধবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে দুবাই প্লাজায় ষষ্ঠ তলায় একটি রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেস্টুরেন্টে থাকা লোকজনের মধ্যে চারজন কর্মী গুরুতর আহত হয়। বুধবার রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।
মতামত দিন