একইসময় এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৭৮৫ জন
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭,৭৫৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, ৬৯২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫,২১,৩৮২ জনে পৌঁছেছে।
শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৮১ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২,৫২৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২,৯০৮টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৩,৪৪,৩৯৯টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫.৩৬%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫.৫৯%।
নতুন যে ২২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৯৫ জন বা ৭৬ দশমিক ০১ শতাংশ এবং নারী ১,৮৬১ জন বা ২৩.৯৯%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৯%।
করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৬,০৬৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৩৯%।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্ব পরিস্থিতি
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৮৮,২১,৬২৯ জনে।
এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৯,১১,৬৩৭ জনে। পাশাপাশি কোভিড-১৯ থেকে বিশ্বব্যাপী ৪,৯৩,৭০,২৬৪ জন মানুষ সুস্থ হয়েছেন।
মতামত দিন