‘আটকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল’
পাবনা র্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা ও দুইটি পিকআপ ভ্যানসহ পাঁচজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর রাতে পাবনা সদর উপজেলা গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে মাদক পাচারকারীদের আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দ্রখানা গ্রামে মো. আবুল কাশেম (৩৮), ভূরুঙ্গামারী পাইকেরছড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলম (২৩), একই এলাকার মো. ফয়সাল আহম্মেদ (৩৫), মো. স্বপন ইসলাম (২৩) ও ভূরুঙ্গামারী দক্ষিণ ভদ্রেরছড়া গ্রামের মো. রঞ্জু (২৪)।
র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার বলেন, “আটকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।”
মতামত দিন