একপর্যায়ে শিশুটির জননাঙ্গ ও কানে অ্যাসিড ঢেলে পালিয়ে যান শামসুন্নাহার। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দৌড়ে এসে তার কান পরনের প্যান্ট থেকে ধোঁয়া উড়তে দেখেন
গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবেশীর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে এক শিশুর (৬) জননাঙ্গ ও কানে অ্যাসিড ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (৮ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার (১২ জানুয়ারি) শিশুটির বাবা শামসুন্নাহার (৩২) নামে এক প্রতিবেশী নারীকে অভিযুক্ত করে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই নারী শিশুটির প্রতিবেশী চাচার স্ত্রী।
শিশুটির চাচা জানান, শুক্রবার বিকেলে শিশুটিকে নিয়ে বাড়ির উঠানে রোদ পোহাচ্ছিলেন তার মা ও দাদী। এ সময় সেখানে প্রতিবেশী শামসুন্নাহারও সেখানে রোদ পোহাতে আসেন। পরে শিশুর মা ও দাদী প্রতিবেশী শামসুন্নাহারের কোলে শিশুটিকে রেখে বাড়ির অন্য কাজে যান। একপর্যায়ে শিশুটির জননাঙ্গ ও কানে অ্যাসিড ঢেলে পালিয়ে যান শামসুন্নাহার। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দৌড়ে এসে তার কান এবং পরনের হাফ প্যান্ট থেকে ধোঁয়া উড়তে দেখেন।
সদস্যরা শিশুটিকে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার বলেন, “শিশুটির ডান কানে ও জননাঙ্গে অ্যাসিডে দগ্ধ হওয়ার মতো লক্ষণ রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, “শিশুর বাবা মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্তে একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার দুপুরে একজনকে আটক করা হয়েছে।”
মতামত দিন