সরকারকে সরবরাহ ব্যাতীত বেসরকারিভাবে বিক্রির জন্যও ৩০ লাখ ডোজ টিকা কিনছে বেক্সিমকো
বাংলাদেশের বাজারে বিক্রির জন্য ভারতের ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট থেকে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেরামের কাছ থেকে বেসরকারিভাবে বিক্রির জন্য আলাদা ৩০ লাখ ডোজ ভ্যাকসিন নেবে ওষুধ নির্মাতা এই বাংলাদেশি প্রতিষ্ঠানটি।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চুক্তির আওতায় সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা কিনেছে বেক্সিমকো। প্রতি ডোজের দাম পড়েছে ৪ মার্কিন ডলার। এই মূল্যে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত সরকারের কাছে এই মূল্যে ভ্যাকসিন সরবরাহ করবে তারা।
রাব্বুর রেজা আরও জানান, সরকারকে সরবরাহ ব্যাতীত বেসরকারিভাবে বিক্রির জন্যও ৩০ লাখ ডোজ টিকা কিনছে বেক্সিমকো। এর প্রতি ডোজের দাম পড়েছে ৮ ডলার, যা সরকারের জন্য কেনা ভ্যাকসিনের মূল্যের দ্বিগুণ।
তিনি বলেন, বেসরকারিভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন ১৩.২৭ ডলারে বিক্রি করা হবে, বাংলাদেশি মুদ্রায় দায় দাম আসে ১ হাজার ১২৫ টাকা। আগামী মাসেই ভ্যাকসিন বিক্রি শুরু করা হতে পারে। বেসরকারিভাবে তারা যে ৩০ লাখ ডোজ টিকা বিক্রির পরিকল্পনা করছেন এর মধ্যে ১০ লাখ ডোজের জন্য এরইমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। এখন আরও ২০ লাখ ডোজ সংগ্রহের পরিকল্পনা করছে তার প্রতিষ্ঠান।
এদিকে সেরাম ইন্সটিটিউট বাদেও বায়োলোজিক্যাল ই ও ভারত বায়োটেকের মতো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে বেক্সিমকো। সরকার চাইলে বেক্সিমকো অন্যান্য টিকার বিষয়েও আলোচনা এগিয়ে নেবে বলে জানান রাব্বুর রেজা।
মতামত দিন