বুধবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে
কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানাতে পারেননি অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার।
সামছু-দৌজা বলেন, “বুধবার দিবাগত রাত ৩ টায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আকস্মিক আগুন লেগে যায়। পরে খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে।”
"প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ভোর ৫ টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরই মধ্যে ক্যাম্পটির অন্তত ৫০০ রোহিঙ্গা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।"
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাওয়া হলে অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার বলেন, “তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে।”
এছাড়া, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নির্ধারণে প্রাথমিকভাবে কাজ চলছে বলেও জানান তিনি।
মতামত দিন