তবে এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ
কুড়িগ্রাম জেলা শহরের খানপাড়া এলাকার শ্রী শ্রী শীতলপাট মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৪ ই জানুয়ারি) দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী ও থানা পুলিশ।
তবে এ ঘটনায় এখনও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, অরক্ষিত এই মন্দির এলাকায় প্রায়ই এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। ওইদিন রাতের কোনও এক সময় ওই ব্যাক্তি এই কাজ করে থাকতে পারে বলে ধারণা তাদের। তবে ভিন্ন কারণও থাকতে পারে বলে জানান তারা।
শীতলপাট মন্দির এলাকার বাসিন্দা শ্যামল রায় জানান, শুক্রবার রাতে মন্দিরে পূজা অনুষ্ঠান হয়েছিল। পরে গভীর রাতে কে বা কারা তাদের বাড়ির এক পাশে থাকা শীতলপাট মন্দিরের আধাপাকা উন্মুক্ত অরক্ষিত ভবনের ভিতর প্রবেশ করে ৮টি প্রতিমা ভাংচুর করে।
তিনি বলেন, 'পরদিন সকাল ছয়টার দিকে বাড়ির কমলী রানী দাস নামের এক নারী প্রতিদিনের মতো মন্দিরের লাইট বন্ধ করতে গিয়ে ঘটনাটি দেখে আশেপাশের সব বাসিন্দাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি মন্দিরের ভেতরে থাকা ৮ টি মূর্তির সব কটি ভাঙা অবস্থায় পড়ে আছে । বিষয়টি পরে থানা-পুলিশকে অবহিত করা হয়।'
মন্দির কমিটির সভাপতি শ্রী প্রদীপ রায় জানান, প্রায় দুই দশক ধরে এ মন্দিরে পূজা অর্চনা করে আসছি। অতীতে কখনও এখানে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা মর্মাহত। আমি এ ঘটনার সাথে জড়িত দৃর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, "পরের দিন দুপুরের পর খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের শনাক্ত করতে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আশা করছি শীঘ্রই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।"
মতামত দিন