শরিফা বেগম তার মেয়ে মীমকে বাড়িতে রেখে ভাইয়ের জন্য খাবার নিয়ে পাশের একটি মাদ্রাসায় যান
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এক কলেজ ছাত্রীর ঝুলশন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পুন্ডুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রীর নাম শারমীন সুলতানা মীম। তিনি ওই এলাকার মৃত মানছুর আলীর মেয়ে। মীম মধুপুর শহীদ স্মৃতি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মা শরিফা বেগম তার মেয়ে মীমকে বাড়িতে রেখে ভাইয়ের জন্য খাবার নিয়ে পাশের একটি মাদ্রাসায় যান। মাদ্রাসা থেকে ফিরে এসে দেখেন মীমের ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি পাশের ঘরের সিলিংয়ের ফাঁক দিয়ে ফ্যানের সঙ্গে মীমের ঝুলন্ত লাশ দেখতে পান।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।”
মতামত দিন