বিভিন্ন সময়ে অভিযুক্তের অটোরিকশায় যাতায়াত করতেন ভুক্তভোগী তরুণী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৭ জানুয়ারি) ধর্ষণের শিকার ওই তরুণী বাদী হয়ে একজনকে আসামি করে “নারী ও শিশু নির্যাতন দমন আইনে” মামলা দায়ের করেন।
পরে অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় অভিযুক্ত ইমরান হোসেন রনিকে (২১) গ্রেফতার করে পুলিশ। রনি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার রাঢ়ীখাল এলাকার মজিবুর রহমানের ছেলে। পেশায় সে একজন অটোরিকশাচালক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী রনির অটোরিকশায় বিভিন্ন সময় যাতায়াত করতো। এ সুবাদে রনির সঙ্গে তার পরিচয় হয়। গত দুই মাস ধরে রনি ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলো। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টায় একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে রনি তাকে ধর্ষণ করে।
এ বিষয়ে ওসি মশিউর রহমান জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
মতামত দিন