সম্প্রতি ওই পোশাক কর্মীর জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদে যান তিনি
জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে এক তৈরি পোষাক কর্মীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলার এক কৃষকের মেয়ে ছোটবেলা থেকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে নানার বাড়িতে থাকতেন। দুই বছর ঢাকায় তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। কিন্তু করোনাভাইরাসের কারণে তাকে চাকরিচ্যুত করা হলে জামালপুর ফিরে যান। সম্প্রতি, ঢাকার একটি তৈরি পোষাক কারখানায় নতুন করে চাকরিতে যোগদানের জন্য ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়। পরে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হাসান বাবুর কাছে জন্ম নিবন্ধন সনদ চাইতে গেলে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে যেতে বলে।
পরে নির্দিষ্ট দিনে ওই পোষাক কর্মী স্থানীয় ইউনিয়ন পরিষদে গেলে এক ব্যক্তির সহযোগিতায় নাজমুল হাসান বাবু নামে তাকে ধর্ষণ করেন
এ ঘটনায় নির্যাতিতা ওই নারী সোমবার (১৮ জানুয়ারি) রাতে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে নিলক্ষিয়া বাজার এলাকা থেকে নাজমুল হাসান বাবুকে পুলিশ গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাজমুল হাসান বাবু (২৫) নিলক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে। সে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হিসেবে কর্মরত রয়েছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, “ধর্ষণের ঘটনায় দুই জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই পোষাক কর্মী। এর মধ্যে নাজমুল গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
মতামত দিন