মঙ্গলবার (১৯ জানুয়ারি ) সকালে চলাচলের রাস্তা ঘিরে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়
কক্সবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে মা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি ) রাত ৮টার দিকে কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাশেদা বেগম (৩২), তিনি ইসলামাবাদ উত্তর লরাবাগ চরপাড়া এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী। অপরজন হলো, তার মেয়ে জন্নাতুল ফেরদৌস (১৩)। সে ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের পুত্র আবুল কালাম (৩৫) এর সাথে ঝগড়া বাধে। তাতে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। এবং আহত মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘিরে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়।
তবে আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরাও করতে গেলে বাধা দেয় আবুল কালাম। বেশ কিছুদিন ধরে এই বিরোধ চলে আসছিল। কিন্তু স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের দুর্বল ভূমিকার কারণে খুনের ঘটনাটি ঘটে গেল।
ঘটনার পরপরই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “আবুল কালামকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অচিরেই তাকে ধরা হবে।”
মতামত দিন