ভারত থেকে ভ্যাকসিন আসার পরে প্রথমে ঢাকায় এই কোভিড -১৯ টিকা কার্যক্রম শুরু হবে, এবং পরে এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে
১৮ বছর বয়সের ঊর্ধ্বে দেশের সকল নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন বিতরণের জন্য পরিকল্পনার খসড়ায় অনুমোদন দিয়েছে এবং ইতোমধ্যে সফলভাবে টিকা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
বুধবার (২০ জানুয়ারি) সংসদে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের অগ্রগতি, আয়ের প্রবণতা, ব্যয় এবং অর্থনৈতিক বিশ্লেষণের প্রতিবেদন উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকালে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে উপহার হিসাবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ২০ লাখ টিকার ডোজ ঢাকায় পৌঁছাবে।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন যে ভারত থেকে ভ্যাকসিন আসার পরে প্রথমে ঢাকায় এই কোভিড-১৯ টিকা কার্যক্রম শুরু হবে, এবং পরে এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫% এর নিচে নেমে গেছে। এই একই সময়ে মোট ৭০২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে পৌঁছেছে। এ নিয়ে দেশের সামগ্রিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৫.১৮%। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়। এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৯৪২ জনে।
মতামত দিন