পাটুরিয়া ঘাটে ফেরিতে চড়ার সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়
মানিকগঞ্জের শিবলয় উপজেলার পাটুরিয়া ফেরি টার্মিনালে ফেরিতে চড়ার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটার পর সকাল সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (আরিচা অফিস) সহকারী মহাব্যবস্থাপক (সামুদ্রিক) আবদুস সাত্তার নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মাইক্রোবাসটি পাটুরিয়ার ফেরি ওয়ার্ফ ৫ এর ড্রাইভওয়েতে ছিল। ফেরিতে উঠার সময় গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পদ্মা নদীতে পড়ে যায়। মাইক্রোবাস চালক ও যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে তারা মাইক্রোবাসটি উদ্ধারের জন্য কাজ করছেন।
মতামত দিন