বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার
চুরি ও ডাকাতি এড়াতে গৃহকর্মী, পাহারাদার নিয়োগের আগে নিকটবর্তী থানা পুলিশকে জানানোর জন্য রাজধানীবাসীর কাছে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) একেএম হাফিজ আখতার।
তিনি বলেন, “গৃহকর্মী, মালি ও পাহারাদার নিয়োগের সময় অবশ্যই স্থানীয় থানার পুলিশকে জানাতে হবে।”
সাধারণত প্রতিবছর শীতে চুরি ও ডাকাতির মাত্রা বেড়ে যায় জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, “বুধবার ৩২ সদস্যের ডিবি পুলিশের একটি দল এ সংক্রান্ত বিশেষ একটি অভিযান পরিচালনা করে ৩৪ জনকে গ্রেফতার করে গ্রিল কাটার যন্ত্রসহ ধারালো বেশকিছু অস্ত্র উদ্ধার করে।”
তিনি জানান, রাজধানীর চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে গ্রেফতার করে লালবাগ থানা ডিবি পুলিশের একটি দল। মতিঝিল থানার আরেকটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ ব্যক্তিকে গ্রেফতার করে।
ওয়ারি থানার ডিবি পুলিশের আরেকটি দল ৮৭০ কেজি বৈদ্যুতিক তারসহ ৪ চোরকে গ্রেফতার করে বলেও জানান তিনি।
এছাড়া, উত্তরা থানা পুলিশ সন্দেহভাজন ৮ ডাকাত ও মিরপুর থানা পল্লবী থানায় দায়েরকৃত মামলার ৪ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। এঘটনায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান একেএম হাফিজ আখতার।
মতামত দিন