ড. হাছান তরুণদের উদ্দেশ্যে বলেন, 'শুধু নিজের বা নিজের পরিবারের জন্যই নয়, স্বপ্ন দেখতে হবে সমগ্র দেশ ও দেশের মানুষের জন্য'
বাংলাদেশের বর্তমান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলে আশা করছি।”
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে “জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ” এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ড. হাছান জেসিআই তরুণদের উদ্দেশ্যে বলেন, “শুধু নিজের বা নিজের পরিবারের জন্যই নয়, স্বপ্ন দেখতে হবে সমগ্র দেশ ও দেশের মানুষের জন্য। তাহলেই দেশ তার কাঙ্খিত ঠিকানায় পৌঁছাতে সক্ষম হবে।”
মন্ত্রী আরও বলেন, “২০০৮ সালের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্তের দেশ। বঙ্গবন্ধু কন্যার সুদক্ষ নেতৃত্বে আমরা করোনাভাইরাস মোকাবিলায় বিশেষ সক্ষমতা অর্জন করার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম ও বিশ্বে ২০তম অবস্থানে পৌঁছাতে পেরেছি। দেশের এই অভূতপূর্ব অগ্রগতির ধারা অক্ষুণ্ণ রাখতে তরুণদের অমিত শক্তি সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেসিআই প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ভাইস প্রেসিডেন্ট ইমরান কাদির ও ফরচুন সু’জ এর চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। তারা প্রত্যেকে এ সময় তরুণদের উদ্দেশ্যে প্রেরণাদায়ী বক্তৃতা প্রদান করে
মতামত দিন