প্রাথমিকভাবে জানা গেছে আটক দম্পতির আট বছর আগে বিয়ে হলেও তাদের কোন সন্তান নেই
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত অভিযোগে এক নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর মোন্নাফের মোড় পল্টুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল শিশুটিকে উদ্ধার করে। আটককৃতরা হলেন-- মৌসুমী বেগম (২৩) ও তার স্বামী সজিব (২৫)। তারা নগরীর বোয়ালিয়া থানার রানীনগর পল্টু কমিশনারের বস্তির বাসিন্দা।
উদ্ধার অভিযানের পর এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, "প্রাথমিকভাবে জানা গিয়েছে মৌসুমী বেগম নিঃসন্তান। আট বছর আগে বিয়ে হলেও তার কোন সন্তান হয়নি। বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে তাদের দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তারা কোন শিশু-পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।"
আবু কালাম সিদ্দিক আরও জানান, বাচ্চাটিকে ইতোমধ্যে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়েছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনেই জুতা সেলাইয়ের কাজ করেন শিশুটির বাবা মাসুম রবিদাস। তিনি বলেন, "এই মহিলাকে (মৌসুমি) আমি হাসপাতালের সামনে এর আগেও দেখেছি। এমনকি চুরির আগের দিনও আমার বাচ্চাকে আদর করেছে এই মহিলা।"
উল্লেখ্য, বুধবার (২০ জানুয়ারি) রাতে নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা মাসুম রবিদাসের স্ত্রী কমলী রবিদাস শিল্পী অস্ত্রোপচারের মাধ্যমে রাজশাহী মেডিকেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন। তার দু'দিন পর ২২ জানুয়ারি সকালে মৌসুমী বেগম ঘুমন্ত কমলীর কন্যাকে নিয়ে পালিয়ে যায়।
মতামত দিন