প্রায় ১২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়েছে চারটি ফেরি। এছাড়াও উভয়ঘাটে কয়েকশত যানবাহন আটকে পড়ায় যাত্রীরা পড়েছেন বিড়ম্বনায়।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করা হয়।
মাঝনদীতে ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়েছে উল্লেখ করে তিনি জানান, পাটুরিয়া ও দৌলতদিয়াঘাটে আরও ১২টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই তীরে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস মিলে ছয় শতাধিক যানবাহন।
মতামত দিন