বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
রাজধানীর কমলাপুর এলাকায় বিআরটিসির বাসের ডেপোর কাছে একটি বহুতল ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ জানুয়ারি) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ভবনটির ৬তলায় অলি নামে একটি পোশাক কারখানায় সকাল ৮.৪০ মিনিটে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ১০ ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
মতামত দিন