কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একাধিকবার অ্যান্টিবডি পরীক্ষার দাবি জানিয়ে এসেছে
আগামী বুধবার (২৭ জানুয়ারি) দেশে শুরু হতে যাচ্ছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ। মানুষের ওপর ভ্যাকসিনের কার্যকারিতা নিরূপণ এবং করোনাভাইরাসে আক্রান্ত রোগীর জন্য পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিতে অবশেষে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিয়েছে সরকার।
রবিবার ( ২৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
এর আগে, এর আগে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অ্যান্টিবডি টেস্টের কার্যক্ষমতা নিরূপণে আইসিডিডিআর’বি-কে পরীক্ষা চালানোর অনুমতি দেয়।
এছাড়া কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একাধিকবার অ্যান্টিবডি পরীক্ষার দাবি জানিয়ে এসেছে।
মতামত দিন