ভ্যাকসিনগুলো টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে রাখা হবে
বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) ৩ কোটি ডোজের মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা দেশে পৌঁছাছে।
সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইটে করে ভারতের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে কেনা ওই ভ্যাকসিন বাংলাদেশে আসে।
ভ্যাকসিনগুলো টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সংরক্ষণাগারে রাখা হবে। সেখান থেকে বুধবারের (২৭ জানুয়ারি) মধ্যে সেগুলো সরকারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন