রবিবার রাতেই বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে
যশোরের বেনাপোলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালমান ফারসি (২৩) নামের মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বেনাপোলের দারুস সালাম কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
হাসপাতালে শিশুটির পাশে থাকা তার দাদি জানান, রবিবার শিশুটি ওই মাদ্রাসায় যায়। বেলা ১২টার দিকে মাদ্রাসাশিক্ষক সালমান ফারসি অন্য শিশুদের ছুটি দিয়ে শুধু তাকে ক্লাসে রাখেন। এরপর তাকে ধর্ষণ করা হয়। এতে শিশুটির রক্তক্ষরণ হয়। পরে সে বাড়িতে ফিরে জানায়, নতুন হুজুর তার সাথে খারাপ কাজ করেছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ জানান, শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন তার অবস্থা ভাল। রিপোর্ট পাওয়ার পরই বিস্তারিত জানা যাবে।
এদিকে, শিশু ধর্ষণের ঘটনায় রবিবার রাতেই বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) রাসেল সরোয়ার বলেন, রাতেই সালমান ফারসিকে গ্রেফতার করা হয়। সোমবার (২৫ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।
মতামত দিন