আহত পাঁচ পুলিশ সদস্যদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
পিরোজপুর শহরতলীতে দুর্বৃত্তদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে শহরতলীর কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন--পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম এবং কনস্টেবল মো. মারুফ হাওলাদার।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তারেক আজিজুল্লাহ জানান, আহত পাঁচ পুলিশ সদস্যদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, কয়েকদিন আগে পিরোজপুর সদর হাসপাতাল থেকে সিসিটিভি ক্যামেরা চুরি হয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রবিবার রাত ২টার দিকে কুমারখালী এলাকা থেকে হাসান সিকদার নামের একজনকে আটক করে থানায় নিতে যায়। এসময় হাসানের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশের পিকআপ ভ্যানও ক্ষতিগ্রস্থ হয়েছে।
নুরুল ইসলাম বাদল আরও জানান, এ ঘটনায় পিরোজপুর সদর থানার এআসআই মাহমুদুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় হাসানসহ আটজনকে আটক করেছে।
মতামত দিন